আসন্ন জাতীয় বাজেট সামনে রেখে গার্মেন্টস শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নসহ পাঁচটি খাতে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
রোববার সকালে তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবি পাঁচটি হচ্ছে : গার্মেন্টস শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করার সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে প্রয়োজনীয় বরাদ্দ রাখা। নারী শ্রমিকদের জন্য গার্মেন্টস অধ্যুষিত এলাকাসমূহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ১০টি নিরাপদ মাতৃত্বকেন্দ্র স্থাপন। তাদের শিশুদের দেখা-শোনার জন্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ১৫টি শিশু লালনকেন্দ্র স্থাপন।
নারী শ্রমিকদের পরিবহনের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দসহ গার্মেন্টস শ্রমিকদের জন্য শহরতলীর খাস জমিতে স্বল্প ব্যয়ে কলোনি নির্মাণের জন্য বিশেষ বরাদ্দ প্রদান।
উত্থাপিত এই পাঁচটি দাবির স্বপক্ষে আগামী ১৭ ও ১৮ মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহে দাবিনামা পেশ, ১৯ মে আলোচনাসভা।
এছাড়া ২০ মে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসমূহের যৌথসভা অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ফারুক খান, সুলতানা আক্তার, আরিফা আক্তার প্রমুখ।
এক প্রশ্নের জবাবে সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ৩০ শতাংশ কারখানায় এখনো যথাযথ মজুরি বাস্তবায়িত হয়নি। এরমধ্যে ১০ শতাংশ কারখানায় আগের মজুরিই বহাল রয়েছে এবং বাকী ২০ শতাংশ কারখানায় মজুরির সর্বশেষ গ্রেড বাস্তবায়িত হয়েছে।
No comments: