জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ গার্মেন্টস সেক্টরে নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণ, ন্যায্য মজুরি প্রদান এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার জন্যে বিজিএমইএ, কারখানার মালিক, বায়ার এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মিস সাফিয়া পারভিন, মো. ফারুক খান, কেন্দ্রীয় নেতা নূরুন নাহার, মিসেস আরিফা আক্তার, শ্রমিক নেতা কামরুল আহসান, বাবুল আক্তার, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, শ্রমিক নেতা কামরুল হাসান প্রমুখ।
আমিরুল হক আমিন বলেন, আর যাতে কোন গার্মেন্টস শ্রমিককে জীবন দিতে না হয় সেজন্যে একটিও অনিরাপদ গার্মেন্টস না রাখার ব্যবস্থা করতে হবে।প্রযোজনে অনিরাপদ কারখানাসমূহ বন্ধ করে দিতে হবে। সমাবেশ থেকে গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নত করার জন্যে ৯ দফা দাবি তুলে ধরা হয়।৯ দফার মধ্যে আছে নিরাপদ কর্মস্থল ও ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা, আহতদের ফলোআপ চিকিৎসার ব্যবস্থা করা, গার্মেন্টস কলোনি নির্মাণ করা,মাতৃত্বকালিন ছুটি ৬ মাস ঘোষণা করা ইত্যাদি।
No comments: