সংবাদ সংগ্রহে কামাল শাহরিয়ারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল কোর্ট স্থাপনেরও নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, ভার্চুয়াল কোর্ট স্থাপিত হলে যেসব আসামিকে জেলখানা থেকে আদালতে আনতে সমস্যা মনে হবে— সেখান থেকেই তাদের বিচার পরিচালনা করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী প্রকল্পের ব্যয় না বাড়াতে আগে থেকেই ব্যয় নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন। এজন্য প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭০০ কোটি টাকা।
No comments: