চীনা মালিকানাধীন হ্যান ওয়েন বিডি লিমিটেডের বেআইনিভাবে চাকরিচ্যুত ৭ ইউনিয়ন কর্মকর্তাসহ ৪২ জন শ্রমিকের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ট্রেড ইউনিয়ন করার অধিকার শ্রমিকদের মৌলিক ও আইনি অধিকার হওয়ার পরও গার্মন্টেস সেক্টরে অহরহ এ অধিকার লঙ্ঘন হচ্ছে। ভাড়াটিয়া মাস্তান ও কারখানার পিএম ইউনিয়নের কর্মকর্তাসহ শ্রমিকদের বাসায় গিয়ে ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিচ্ছে। যা খুবই উদ্বেগের বিষয়। তারা আরো বলেন, যেহেতু শ্রম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা এখন পর্যন্ত কোনো সমাধান করতে পারেননি এবং এই কারখানার মালিক বিদেশি হওয়ায় সেও কোনো কিছুই তোয়াক্কা করছে না। তাই এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।
ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে মানববন্ধনে কার্যনির্বাহী সভাপতি কামরুল আহসান, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমীর হোসেন, সাধারণ সম্পাদক সাফিয়া পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments: