Editor's Vids

অধিকার আদায়ে শ্রমিক ঐক্যের ডাক

শ্রমিক ঐক্য ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সারা দেশে মহান মে দিবস পালিত হয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। দিবসটিতে রাজধানী ঢাকাসহ সারা দেশের শ্রমজীবীরা রাস্তায় নেমে এসে তাদের অধিকারের কথা জানান দেন। পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, সভা-সমাবেশ, মিছিলে মুখরিত হয়ে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের শিল্পাঞ্চলগুলো। মঞ্চস্থ করা হয় খণ্ড নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লাল পতাকা হাতে ও মাথায় লাল ফিতা বেঁধে এসব কর্মসূচিতে যোগ দেন শ্রমজীবী মানুষরা।

দিবসটি উদযাপন উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয় রাজধানীর বিভিন্ন সড়কদ্বীপ। এদিন ছিল সরকারি ছুটি। বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক ও কলকারখানা এমনকি সংবাদপত্রও বন্ধ ছিল। জাতীয় দৈনিকগুলোতে মে দিবসের বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়। টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে।
দিনটিতে জোরেশোরে ধ্বনিত হয় শ্রমিকদের বিভিন্ন দাবির কথা। দাবির মধ্যে ছিল- ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ, আইএলও কনভেনশন অনুযায়ী সব কারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার, শোভন কাজ ও শোভন মজুরি নিশ্চিত করা, রেশন প্রথা চালু, গণতান্ত্রিক শ্রম আইন ও শ্রম বিধিমালা প্রণয়ন, নিরাপদ কর্মস্থল, সমান কাজে সমমজুরি, সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, সুলভে বাসস্থানের ব্যবস্থা করা, কারখানাভিত্তিক হাসপাতাল, বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করা।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক ঘটনাসমৃদ্ধ এই মহান মে দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয়ভাবেও কর্মসূচি পালিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমজীবীদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিক অধিকার আদায়ে তিনি নিজেই (প্রধানমন্ত্রী) মালিকদের সঙ্গে বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছেন। এর আগে সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের নেতৃত্বে শোভাযাত্রা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মে দিবস উদযাপন উপলক্ষে বিকাল ৩টায় কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক পার্টির উদ্যোগে এক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশের কমউিনিস্ট পার্টি, বাংলাদেশের ওযার্কার্স পার্টি, জাতীয় শ্রমিক ফেডারেশন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গণসংস্কৃতি ফ্রন্ট, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, জাতীয় গার্মেন্ট শ্রমিক-কর্মচারী লীগ, টেক্সটাইল গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশন, গ্রিনবাংলা গার্মেন্ট ওয়ার্কার্স ফেডারেশন, জাতীয় গার্মেন্ট শ্রমিক-কর্মচারী ফেডারেশন, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ, বাংলাদেশ সাধারণ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্ট শ্রমিক-কর্মচারী ফেডারেশন, ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন, গার্মেন্ট শ্রমিক সংহতি ফেডারেশন, জাতীয় মুক্তি কাউন্সিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী এবং সাংস্কৃতিক গোষ্ঠী বিভিন্ন কর্মসূচি পালন করে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রার আয়োজন করে। এর উদ্বোধন করেন সংগঠনের কার্যকরী সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পরে তিনি একই স্থানে ঢাকা জেলা ট্যাংক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। তিনি মে দিবসের সভায় শ্রমিকদের উদ্দেশে বলেন, আমরা আওয়ামী লীগ করি বা বিএনপি করি সেটা এখানে দেখার বিষয় নয়। আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে।
এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উদ্যোগে মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউর সংগঠনের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে সব শিল্প-কারখানার শ্রমিকের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি রাখেন। এ সময় অন্যদের মধ্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, অধ্যাপক আনোয়ার হোসেন, নাদের চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। অপর এক সমাবেশে জাসদের (একাংশ) কার্যকরী সভাপতি সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলও একই দাবি করেন। এ সমাবেশে দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মহব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মতিঝিলের বলাকা চত্বরে আয়োজিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পথসভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন খেটে খাওয়া মানুষের ন্যূনতম চাহিদা পূরণে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান রাখেন। এ সময় তিনি ইমারত নির্মাণ শ্রমিকদের জন্য আগামী বাজেটে তাদের দাবির প্রতিফলন ঘটানোর আশ্বাস দেন। এ পথসভায় সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীও যোগ দেন।
এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আসম আবদুর রব এক সমাবেশে বলেছেন, গণমুখী রাষ্ট্র ছাড়া শ্রমিক-কৃষক মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করা যাবে না। গণআন্দোলনের মাধ্যমেই শোষণ-নিপীড়ন-নির্যাতনের অবসান ঘটিয়ে, জনগণের শাসন কায়েম করতে হবে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদের সভাপতিত্বে স্কপের যুগ্ম সমন্বয়কারী ও জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী সভাপতি কামরুল আহসান সমাবেশের ঘোষণা পাঠ করেন। এ সময় বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মোহাম্মদ আবু জাফর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মণ্টু, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে মালয়েশিয়া শ্রমিক লীগ। এদিন বিকালে তামিংজায়ারে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল।
জাতীয় শ্রমিক পার্টির (কাজী জাফর) আলোচনা : সোমবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি (কাজী জাফর) এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভানেত্রী আনোয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বি, মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।

Related News

No comments:

Leave a Reply