Editor's Vids

জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ মজনুর রহমানের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ইকবাল কবির জাহিদ।
জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক আলফাজ উদ্দিন আহম্মেদ, ওয়ার্কাস পার্টির জেলা সদস্য আলাউদ্দিন ওমর ও রেজাউল করিম বক্তব্য রাখেন। সভা শেষে সৈয়দ মজনুর রহমানকে সভাপতি ও দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক করে জাতীয় শ্রমিক ফেডারেশনের ২১ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠিত হয়।
বক্তারা বলেন, ‘গার্মেন্টসসহ শ্রমিকদের ন্যুনতম মজুরি পাঁচ হাজার টাকা দিতে হবে। ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে ও বন্ধ শিল্প-কলকারখানা অবিলম্বে চালু করতে
হবে। ’

Related News

No comments:

Leave a Reply