Editor's Vids

গুলশান-শোলাকিয়ায় হামলায় জঙ্গিরা কিছুটা সফল: মেনন

গুলশান-শোলাকিয়ায়-হামলায়-জঙ্গিরা-কিছুটা-সফল-মেনন
 
সংবাদ সংগ্রহে কামাল শাহরিয়ারঃ যে বাইরের শক্তি দীর্ঘদিন থেকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনায় তারা কিছুটা সফল হয়েছে এ মন্তব্য করেছেন বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
মঙ্গলবার সকালে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সদরদপ্তরে নিরাপত্তা বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, যাদের দেশে সবসময় খুন, হত্যা, সন্ত্রাস চলছে তারা এখন বাংলাদেশে এসে নাক গলাচ্ছে।
শুধুমাত্র দেশের আন্তর্জাতিক বিমানবন্দরেই নয়, সব অভ্যন্তরীণ বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান মন্ত্রী।
প্রসঙ্গত, ১ জুলাই (শুক্রবার) রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল।
এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরও ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন। এদিকে, ঈদের দিন- বৃহস্পতিবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ ময়দানের এক কিলোমিটারের কাছে সন্ত্রাসী হামলা চালায় এতে দুই পুলিশ সদস্যসহ এক নারী ও এক হামলাকারী নিহত হন।

Related News

No comments:

Leave a Reply