Editor's Vids

বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ


বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০ রমজান তথা ২৬ জুনের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার কথা বলা হয়। কিন্তু এখনো অর্ধেকের বেশি গার্মেন্টস মালিক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করেনি। এমতাবস্থায় লাখ লাখ গার্মেন্টস শ্রমিকরা বেতন-বোনাস না পেয়ে চরম হতাশায় ভুগছেন।
তারা বলেন, গার্মেন্টস মালিকরা বিদেশে গিয়ে ঈদ উদযাপন করবেন, আর শ্রমিকরা টাকার অভাবে ঈদ করতে পারবে না তা মেনে নেওয়া হবে না।

তাই যতদ্রুত সম্ভব শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।  

বিক্ষোভ সমাবেশে ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা মো. ফারুক খান, আরিফা আক্তার, মো. রফিক, নাসিমা আক্তার, রানু বেগম ও নাজনীন আক্তার প্রমুখ।

Related News

No comments:

Leave a Reply