Editor's Vids

রেশনিং ব্যবস্থাসহ ৫ দফা দাবি গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (NGWF) এর


সংবাদ সংগ্রহে কামাল শাহরিয়ারঃ গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, নিরাপদ মাতৃত্ব কেন্দ্র স্থাপন, শিশু লালন কেন্দ্র স্থাপন, বিশেষ পরিবহণ ব্যবস্থাসহ সরকারি খাস জমিতে স্বল্প ব্যয়ে কলোনি নিমার্ণের দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার সকালে গার্মেন্ট শ্রমিক বাজেট বরাদ্দ দাবি দিবসে গার্মেন্টস শ্রমিকের আর্থ-সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গার্মেন্ট শ্রমিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

পরে পতাকা মিছিলও করে সংগঠনটি ।

সমাবেশে বক্তারা বলেন ‘গার্মেন্ট শিল্প বাংলাদেশের প্রধান শিল্প হলেও এর শ্রমিকদের প্রতিনিয়তই নানা সমস্যায় পড়তে হয়।
‘আবাসন থেকে শুরু করে চিকিৎসা, শিক্ষা, যাতায়াত প্রত্যেকটি ক্ষেত্রে নানা প্রতিকূলতা পেরিয়ে অতি স্বল্প মজুরিতে জীবনযাপন করতে হয় গার্মেন্ট শ্রমিকদের।’

এসব সুযোগ-সুবিধা লাভ প্রত্যেক শ্রমিকের অধিকার হিসেবে উল্লেখ করে বক্তারা আসন্ন বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য খাদ্য, চিকিৎসা, বিনোদন, পরিবহন ও আবাসন- এ ৫টি খাতের বিভিন্ন সমস্যা সমাধানে নির্দিষ্ট বরাদ্দ রাখার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।

এসব দাবি না মানা হলে গার্মেন্ট শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের আন্দোলন শুরু করবে বলেও জানান তারা ।

সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন, ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড নুরুল হাসান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী ডা: ওয়াজেদুল ইসলাম খান প্রমূখ।

বাংলাদেশ সময়: ২০৪৭ঘণ্টা, জুন ০৩, ২০১১

Related News

No comments:

Leave a Reply