Editor's Vids

লন্ডন ফ্যাশন উৎসবে শ্রমিক নেতা আমিন


ঢাকা: দাবি আদায়ে যুক্তরাজ্যে অনুষ্ঠেয় বিশ্বের প্রসিদ্ধ পোশাক ক্রেতা প্রতিষ্ঠান ও ফ্যাশন হাউসগুলোর উদ্যোগে আয়োজিত ‘লন্ডন ফ্যাশন উইকে’ যোগ দিচ্ছেন জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।

আগামী ১৩ তারিখে শুরু হতে যাওয়া এই ফ্যাশন উইকে বাংলাদেশি শ্রমিকদের দুঃখ গাঁথা, অধিকার ও দাবি তুলে ধরার পাশাপাশি আগামী সোমবার যুক্তরাজ্যের শ্রমিক সংগঠন ট্রেড ইউনিয়ন কংগ্রেসের বার্ষিক সম্মেলনেও ভাষণ দেবেন তিনি।

এসব সম্মেলনে বাংলাদেশি পোশাক শ্রমিকদের দারিদ্র্য জয়ে প্রধান বাধাগুলো তুলে ধরার পাশাপাশি জীবন যাপনের ন্যূনতম মজুরি প্রদানের দাবির পক্ষে সমর্থন দিতে পোশাক ক্রেতা প্রতিষ্ঠান ও ফ্যাশন ব্র্যান্ডগুলোর প্রতিও আহ্বান জানাবেন তিনি। এ সময় তার সঙ্গে থাকবেন যুক্তরাজ্যের শ্রমিক সংগঠন ‘ইউনিসন’র প্রধান হিদার ওয়েকফিল্ডসহ অন্য শ্রমিক সংগঠনগুলোর নেতারা। 

উল্লেখ্য, রানা প্লাজা ধসে এক হাজার ১২৯ জন শ্রমিক নিহত হওয়ার পর ক্ষতিপূরণ ও দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিক নেতাদের বিদেশ সফরের অংশ হিসেবে লন্ডনে গেলেন আমিন।

সম্প্রতি সাভারে আট তলা বিশিষ্ট রানা প্লাজা ধসের পর বাংলাদেশি পোশাক কারখানাগুলোর কর্মস্থলের ঝুঁকির বিষয়টি ফের আলোচিত হয়ে ওঠে। এক্ষেত্রে বাংলাদেশি কারখানাগুলোর পোশাক ক্রেতা হিসেবে বিশ্বের প্রসিদ্ধ কোম্পানি ও ব্র্যান্ডগুলোর নিশ্চুপ থাকার বিষয়টিও তুলে ধরবেন আমিন। ক্রেতা হিসেবে নৈতিক পদক্ষেপ গ্রহণ ও শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের পক্ষে কারখানা কর্তৃপক্ষকে চাপ দিতে প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানাবেন তিনি।

পোশাক কারখানাগুলোর ক্রেতা হিসেবে টপশপ, টেসকো করপোরেশন, প্রাইমার্ক, গ্যাপ, মুনসুন, অ্যাকসেসোরিজ, মার্কস এন্ড স্পেন্সার এবং আসডা’র মতো প্রসিদ্ধ প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলো একটি ব্যবসা পরিচালনা বিধিতে স্বাক্ষর করে। সে অবস্থান থেকে শ্রমিকদের কর্মস্থলের নিরাপত্তা ও তাদের জীবন যাপনে ন্যূনতম মজুরি প্রদানের জন্য কারখানা কর্তৃপক্ষকে চাপ দেওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে ক্রেতারা খানিকটা উদাসীন উল্লেখ করে বাংলাদেশি শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, কারখানা কর্তৃপক্ষকে কার্যকর চাপের মধ্যে রাখলেই কেবল দাবি আদায় সম্ভব।

এদিকে শ্রমিক নেতা আমিন লন্ডন পৌঁছানোর আগেই স্থানীয় অধিকার সংগঠন ‘ওয়ার অন ওয়ান্ট’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘দ্য ওয়েজ : উইনিং দ্য ফাইট ফর সোশ্যাল জাস্টিস’ শীর্ষক ওই প্রতিবেদনে শ্রমিকদের জীবন যাপনের ন্যূনতম মজুরি প্রদানের ফলাফলে অর্থনৈতিক উন্নয়নের প্রমাণ তুলে ধরা হয়।

এ ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানকারী বিশ্বের একমাত্র কারখানা ডমিনিকান প্রজাতন্ত্রের ‘আলটা গ্রাসিয়া’র সাফল্য উল্লেখ করা হয়।

অন্যদিকে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে এ সপ্তাহে জেনেভায় অনুষ্ঠেয় দু’দিন ব্যাপী বৈঠকের আগে রানা প্লাজা ধসে নিহত ও আহতদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি দাবি জানিয়েছে ‘ওয়ার অন ওয়ান্ট’।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৩
এইচএ/এমজেডআর

Related News

No comments:

Leave a Reply